রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে হামলা থেকে বিরত রাখতে মস্কোতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই ভাবে তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ে বোমা মারবেন বলে, সি চিন পিংকে হুমকি দিয়েছিলেন তিনি।
২০২৪ সালে নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে অনুদান দাতাদের এ কথা বলেছিলেন ট্রাম্প নিজেই। সম্প্রতি ওই আলাপচারিতার একটি অডিও সিএনএন পেয়েছে বলে দাবী করেছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া ওই অডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, আমি পুতিনকে বলেছিলাম যে, সে যদি ইউক্রেনে হামলা বন্ধ না করে তাহলে আমি মস্কোয় বোমা ফেলব।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকেও একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সি চিন পিং যদি তাইওয়ানে হামলা চালান, জবাবে যুক্তরাষ্ট্রও বেইজিংয়ে বোমা ফেলবে বলে চীনা প্রেসিডেন্টকে হুঁশিয়ার করে দিয়েছিলেন তিনি।
তবে, মস্কোতে বোমা হামলার হুমকিতে তখন পুতিন ট্রাম্পকে বলেছিলেন, তিনি আমাকে বিশ্বাস করেন না। কিন্তু আমি নিশ্চিত যে ১০ শতাংশ হলেও সে আমার কথা বিশ্বাস করেছিল।
অন্যদিকে, ট্রাম্প যখন সি চিন পিংকে বোমা হামলার হুমকি দেন, তখন তার অভিব্যক্তি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি ভেবেছিলেন আমি পাগল।’
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
আবারও ‘বাংলাদেশি’ সন্দেহে নাগরিকত্ব হারানোর ভয়ে আসামের হাজারো পরিবার
আগামীকাল থেকে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর, নোটিশ জারি করল যুক্তরাষ্ট্র
দুইদিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন