কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব অনস্বীকার্য। এ বছর কর্মসূচীর প্রতিপাদ্য বিষয়ে হচ্ছে ‘পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি’’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর ব্যবস্থাপনায় লেঃ কর্নেল মুহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ এর অংশ হিসেবে বিওপি পর্যায়ে এবং অত্র ব্যাটালিয়নের ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় পরিচালিত বর্ডার গার্ড পাবলিক স্কুল, কুড়িগ্রামে বৃক্ষরোপনের কার্যক্রম পরিচালনা করা হয়। এ বছর ব্যাটালিয়ন সদর এবং বিওপি পর্যায়ে ২হাজার টি ফলজ ও বনজ গাছের চারা রোপনের পরিলকল্পনা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন
ভূমিদস্যুদের দখলে পানি উন্নয়ন বোর্ডের জমি, বুড়ি তিস্তায় সেচ ও রিজার্ভার উন্নয়ন প্রকল্প বন্ধ
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রবিন গ্রেফতার