July 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 9th, 2025, 8:41 pm

ব্যাটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুললেন আকরাম

এভাবেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতা দেখেছে গোটা দেশ

 

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। এই সিরিজের তিন ম্যাচেই বাজে ব্যাটিংয়ে বেশ ভুগেছে টাইগাররা।

আজ বুধবার (৯ জুলাই) মিরপুরে সাবেক ক্রিকেটার ও বিসিবির পরিচালক আকরাম খান গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমাদের ব্যাটারদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে, স্বাভাবিক যে ক্রিকেটটা, যেটা আমরা ঢাকা লিগে খেলি বা এখানে খেলি, সেটা খেলছে না। হয়তো ওভার কনসাস (অতিরিক্ত সতর্কতা)। আমার কাছে মনে হচ্ছে না যে, তারা মানসিকভাবে ফিট।

তিনি আরও বলেন, দূর থেকে খেলা দেখে মনে হচ্ছে, খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে। ওদের ব্যাটিং স্টাইল দেখে, কিছু ভুল দেখে, অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে।

সম্প্রতি তাওহীদ হৃদয় রান আউট হওয়ার পর ব্যাট ছুঁড়ে মারেন সেটা ইঙ্গিত করে আকরাম বলেন, কিছু অ্যাটিটিউডও আছে, যেগুলো দলে প্রভাব ফেলে। কেউ রান আউট হয়ে এমন অ্যাটিটিউড করছে…এখানে কিন্তু কেউ সেরা খেলোয়াড় না, যারা খেলে সবাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এসব করলে টিম কিন্তু দিন দিন নেগেটিভ দিকেই যাবে। প্রোপার ক্রিকেট খেলতে হলে আপনাকে সবকিছুতেই উন্নতি করতে হবে।

এনএনবাংলা/আরএম