July 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 10th, 2025, 5:28 pm

ইসরায়েলি বিমানবন্দরে হুথিদের হামলা

ইয়েমেনি হুথি যোদ্ধাদের 'জুলফিকার' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রর্দশনের ছবি/ ফাইল ফটো: এএফপি

 

ইয়েমেনি হুথি আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের যোদ্ধারা ইসরায়েলের তেল আবিবের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবং হামলার পর বেন গুরিওন বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) টেলিভিশন চ্যানেল আল মাসিরাহকে তিনি বলেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী ‘জুলফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ইয়াফো অঞ্চলের (তেল আবিব) বেন গুরিওন বিমানবন্দরে আক্রমণ করার সময় একটি উন্নত সামরিক অভিযান পরিচালনা করেছে। এবং অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে।

বৃহস্পতিবারের আগেও ইয়েমেন থেকে আরও দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে। ইয়াহিয়া সারি দাবি করেছেন, ৩০০টিরও বেশি ইসরায়েলি শহর এবং এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে, যার ফলে বাসিন্দারা আশ্রয় নিতে বাধ্য হন।

এনএনবাংলা/আরএম