July 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 11th, 2025, 5:40 pm

খুলনায় গুলি করে ও রগ কেটে সেই যুবদল নেতাকে হত্যা

খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লা/ ছবি: সংগৃহীত

 

খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে (৩৮) গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার বেলা দেড়টার দিকে মহানগরের দৌলতপুর পশ্চিম মহেশ্বরপাশা এলাকার ওই নেতার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী। তিনি জানান, ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা ও একটি অব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে ও কারা তাকে হত্যা করতে পারে তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তারা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার পায়ের রগ কেটে দেয়।

দলীয় সমাবেশে মাহবুবুর রহমান মোল্লা/ ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী আরও জানান, ঘটনাস্থল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনসহ হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের বিষয় ঘিরে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় শতাধিক মানুষ আহত হয়। ওই সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় যুবদল নেতা মাহবুবুর রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরের দিন মাহবুবুরকে বহিষ্কার করে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

এনএনবাংলা/আরএম