চুল কাটতে বলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে খুন করেছে দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের হিসার শহরের বাস বাদশাহপুর গ্রামে।
এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, নিহত ওই শিক্ষকের নাম জাগবির সিং (৫০)। তিনি কার্টার মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে তাকে একাধিকবার ছুরিকাঘাত করে ওই দুই ছাত্র। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এদিকে মর্মান্তিক ওই ঘটনায় বিদ্যালয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
কাকতালীয়ভাবে শিক্ষকদের সম্মান প্রদর্শনের জন্য গুরু পূর্ণিমা হিসেবে পালিত হওয়া দিনে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে।
তবে অভিযুক্তদের এখনও পর্যন্ত আটক করা হয়নি। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা অমিত ইয়াশবর্ধন বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, জাগবির সিং ওই দুই ছাত্রকে চুল কাটা, সঠিকভাবে পোশাক পরা ও বিদ্যালয়ের নিয়ম নীতি মেনে চলার নির্দেশ দেন।
এতেই ক্ষুব্ধ হয় তারা। এর পরিপ্রেক্ষিতে শিক্ষককে ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা জাগবির সিংকে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে পুলিশ কর্মকর্তা ইয়াশবর্ধন বলেছেন, অভিযুক্ত দুই ছাত্র নাবালক এবং তাদেরকে এখনও পুলিশি হেফাজতে নেওয়া হয়নি।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় জেগেছে ছাত্ররা, পার্লামেন্টের সামনে আবারও বিক্ষোভের ডাক
বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠাবে গ্রিস
১০১ কোটি টাকা ব্যয়ে নতুন সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ পাজেরো