রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে চাঁদার দাবিতে প্রকাশ্যে মোহাম্মদ সোহাগ (৩৯) নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে, পিটিয়ে ও ও পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস।
শুক্রবার (১১ জুলাই) রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এসময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানান তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়: শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
তারা বলেন, যুবদলের নেতাকর্মীরা ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেঁতলে নির্মমভাবে হত্যা করে এবং হত্যার পর লাশের ওপর বর্বর নৃত্য করে। সোহাগকে হত্যা করে বাংলাদেশে যেন প্রস্তর যুগের নৃশংসতা ফিরিয়ে আনা হয়েছে।
এদিকে একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই পৃথক একটি বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। তারাও সোহাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং বিচার দাবি করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: রাত ৯টায় বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এসময় শিক্ষার্থীরা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে স্লোগান দেন।
মিছিলটি রায়সাহেব বাজার ও তাঁতিবাজার অতিক্রম করে মিটফোর্ড হাসপাতালের সামনে যায়। পরে আবার তাঁতিবাজার ও রায়সাহেব বাজার হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট): মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে সব অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে ৫ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। শুক্রবার রাত ১১টায় টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এই দাবি জানান তারা।
সমাবেশে লিখিত বক্তব্য পড়ে শোনান বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবদুন নূর তুষার। তিনি বলেন, এক ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে, উলঙ্গ করে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও উদ্বিগ্ন। শুধুমাত্র চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় একজন মানুষকে এমন পাশবিকভাবে হত্যা করা আমাদের সমাজের চরম মানবিক ও নৈতিক অবক্ষয়ের চিত্র।
এছাড়া ঢাকা কলেজেও বিক্ষোভ হয়েছে। এসময় শিক্ষার্থীরা রাজনীতিতে চাঁদাবাজির সংস্কৃতি ও ফ্যাসিবাদ রুখে দেওয়ার ঘোষণা দেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: এদিকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করেছেন। এসময় তারা ব্যবসায়ীকে হত্যা ও দেশব্যাপী চলমান চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল হয়। এরপর মিছিলটি সোহরাওয়ার্দী মোড় হয়ে আলাওল এবং এএফ রহমান হলের সামনে দিয়ে আবারো জিরো পয়েন্টে এসে বক্তৃতার মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়: টাঙ্গাইলেও এ হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মান্নান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এসময় তারা ‘পাথর মেরে করে খুন, যুবদলের অনেক গুন’, ‘আমার সোনার বাংলায় খুনিদের ঠাঁই নাই, চাঁদাবাজের ঠিকানা এই বাংলা হবে না’-এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: আসিফ নজরুল
কক্সবাজারে আরও দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে : জাতিসংঘ
হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা