July 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 14th, 2025, 4:01 pm

আদালতে নিজেদের নির্দোষ দাবি নাসির-তামিমার

তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় নিজেদের নির্দোষ দাবি করেছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।

আজ সোমবার (১৪ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. জাকির হোসাইনের আদালতে তারা আত্মপক্ষ সমর্থন শুনানিতে তারা এই দাবি করেন। আদালতসূত্রে জানা গেছে, আগামী ১১ আগস্ট সাফাই সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেন।

এদিকে আজ শুনানিকালে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি আদালতে উপস্থিত ছিলেন।

গত ২৮ এপ্রিল নাসির-তামিমার মামলা শুনানিতে বিব্রত প্রকাশ করে বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে বদলির নির্দেশ দেন। এ নিয়ে মামলায় মোট ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

নথি থেকে জানা গেছে, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় নাসির তামিমাকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ। পরে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নাসির হোসেন ও তামিমা সুলতানা এবং তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই।