বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের দায়ে দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। সোমবার (১৪ জুলাই) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া থেকে এ ট্রলার দুটি আটক করে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। পরে আটক ওই ট্রলার দুটি মোংলার দিগরাজের নৌঘাঁটিতে আনা হয়। একাধিক গোয়েন্দা সংস্থা এ তথ্য জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ট্রলার দুটি ও জেলেদের মোংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী। ভারতীয় ট্রলার দুটিতে থাকা বিপুল পরিমাণ মাছ নিলামে বিক্রি করা হবে।
এদিকে এ ঘটনায় সমুদ্রসীমা লঙ্ঘন আইন ও বেআইনিভাবে মাছ শিকারের দায়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করা হবে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ভারতীয় ট্রলার ও জেলেদের আটকের খবর পেয়েছি। থানায় হস্তান্তর করার পর বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন
প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার উচ্চমাধ্যমিকে অকৃতকার্য!
অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, পেছনে কোনো লোক নেই: মির্জা ফখরুল
এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ ৩৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট