July 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 16th, 2025, 7:32 pm

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফের ৫৫ জনকে পুশইন

ভারত থেকে সিলেট ও সুনামগঞ্জ জেলার তিনটি সীমান্ত পথে ৫৫ জন বাংলাদেশিকে পুশ–ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁদের মধ্যে ১২ জন পুরুষ, ৩৩ জন নারী ও ১০ জন শিশু রয়েছেন।

বুধবার (১৬ জুলাই) ভোররাত ৪টা থেকে সকাল ৭টার মধ্যে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে এ পুশইনের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

সিলেট বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) থেকে পাঠানো এক তথ‍্যে জানানো হয়, বিজিবির নোয়াকোট, কালাইরাগ,তামাবিল ও শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে চারটি গ্রুপে এসব বাংলাদেশিকে পুশ–ইন করা হয়। পরে সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাঁদের সবাইকে আটক করেন। আটক ব্যক্তিরা আগেও অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এদের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ঢোকা অধিকাংশই নারী ও শিশু।

বিজিবি সূত্র জানায়, সিলেট জেলার কালাইরাগ সীমান্তে ৭টি পরিবারের ১৯ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৫ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ জন শিশু। এছাড়া শ্রীপুর সীমান্তের মোকামপুঞ্জি এলাকা দিয়ে পুশ–ইন হওয়া ৯টি পরিবারের ১৩ জনের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৩ শিশু রয়েছেন ও তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নলজুরি  নামক স্থান হতে ০১ টি পরিবারের মোট ২ জনকে আটক করা হয়।

অন্যদিকে সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপি এলাকার ছনবাড়ী সীমান্ত দিয়ে পুশ–ইন হওয়া ৮টি পরিবারের ২১ জনের মধ্যে ৪ জন পুরুষ, ১৫ জন নারী ও ২ শিশু রয়েছেন।

জেলাভিত্তিক হিসেবে পুশইন হওয়া ৫৫ জনের মধ্যে নড়াইলের ২৩ জন, যশোরের ১২ জন, সাতক্ষীরার ১০ জন, সিলেটের ৪ জন, বরিশালের ২ জন ও কুষ্টিয়া, খুলনা, হবিগঞ্জ ও নরসিংদী এলাকার ১ জন করে রয়েছেন।

সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক  জানান,  আটককৃত ব্যক্তিদের প্রাথমিকভাবে যাচাই–বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এস এ শফি, সিলেট।