July 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 19th, 2025, 2:07 pm

সমাবেশ ঘিরে বাস-রেল-লঞ্চের মতো মেট্রোরেলেও মানুষের চাপ

 

সড়ক পথে গাড়ি চলছেই না। ফুটপাত দিয়ে হেঁটে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। লঞ্চ-ট্রেনের পাশাপাশি মেট্রোরেলেও জামায়াতের সমাবেশমুখী মানুষের চাপ লক্ষ্য করা গেছে।

শনিবার সকাল থেকে মেট্রোরেলে এমন চিত্র দেখা গেছে। প্ল্যাটফর্মসহ সব জায়গায় সমাবেশের মানুষের চাপ। বেশির ভাগ মানুষের মাথায় জামায়াতের পট্টি/পতাকা।

এদিকে, রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে শাহবাগ পল্টন এলাকার সড়কে গাড়ির চাপ রয়েছে। ফুটপাত দিয়ে হেঁটে সমাবেশে যাচ্ছেন নেতাকর্মীরা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শাহবাগমুখী ধানমন্ডি ও ফার্মগেটের রাস্তা এক রকম বন্ধ দেখা গেছে। একই চিত্র যাত্রাবাড়ী থেকে পল্টন শাহবাগমুখী সড়কেরও।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ মঞ্চে কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় প্রথম পর্ব। চলছে সাংস্কৃতিক পরিবেশনা। প্রথম পর্ব পরিচালনা করছেন শিল্পী সাইফুল্লাহ মানসুর।

মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়। জামায়াতের জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, সংস্কার ও বিচারসহ বেশ কিছু দাবি উপস্থাপন করছে।

জানা গেছে, বাংলাদেশের ক্রিয়াশীল সব রাজনৈতিক দলকেই তাদের সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত।

জামায়াতের মহাসমাবেশস্থলে ওজু টয়লেটের ব্যবস্থা আছে। আছে নামাজের ব্যবস্থাও। মেডিকেল বুথ আছে। পর্যাপ্ত শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করেছে নিজস্ব ব্যবস্থাপনায়।