বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে আসা প্রতিটি নেতাকর্মী খাবার পানি ও দুপুরের খাবার সঙ্গে করে নিয়ে এসেছেন।
সমাবেশস্থলে দেখা যায়, সারা দেশ থেকে আসা নেতাকর্মী হাতে বিরিয়ানি কিংবা ডিম খিচুড়ির প্যাকেট রয়েছে। প্রত্যেক নেতাকর্মী হাতে করে ছাতি, রুটি ও একাধিক পানির বোতল নিয়ে এসেছেন। তবে প্রতিটি মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবকরা পানির ব্যবস্থা রেখেছেন।
এদিকে জামায়াতের সমাবেশে ২ লাখ পানির বোতল বিতরণ করেছেন এক ব্যবসায়ী। ঢাকার বেশকিছু স্থানে ১০টি ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মাঝে বিনামূল্যে হাফ লিটারের খাবার পানির বোতল সরবারহ করছেন।
সকাল পৌনে ১০টার দিকেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সমাবেশের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। প্রচন্ড গরমে তৃষ্ণার্ত নেতা-কর্মীরা বিশুদ্ধ পানি পেয়ে স্বস্তি বোধ করছেন।
ফুয়াদ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফুয়াদ ফার্নিচার এ উদ্যোগ নিয়েছে। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা সৃষ্টি করেছে।
ফুয়াদ ফাউন্ডেশনের এক কর্মী এ প্রসঙ্গে বলেন, মানুষের তৃষ্ণা নিবারণের জন্য এ উদ্যোগ নিয়েছে ফুয়াদ ফার্নিচার। দশটি ট্রাকে দুই লক্ষ পানির বোতল আমরা বিনামূল্য বিতরণ করছি।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
১৯ দিনে প্রবাসী আয় এসেছে ১৮ হাজার ৪৯৬ কোটি টাকা
সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত ৩ মাসে শেষ করার নির্দেশ
আমার কিছু হলে মুনির দায়ী হবে: ইমরান