July 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 20th, 2025, 5:15 pm

কনসার্টে গিয়ে পরকীয়া ফাঁস, মার্কিন সিইও বরখাস্ত

ভাইরাল সেই ভিডিও থেকে নেওয়া দুটি মুহূর্ত।

 

স্ত্রীকে ফাঁকি দিয়ে প্রেমিকার সঙ্গে চুপিচুপি কনসার্টে গিয়েছিলেন এক ব্যক্তি। তিনি যে কম্পানির সিইও, সেই কম্পানিরই এইচআর ডিপার্টমেন্টের এক নারী কর্মীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে রয়েছেন। তবে তাদের গোপন সম্পর্কের কথা যে এ ভাবে সকলের সামনে ফাঁস হয়ে যাবে, তা কল্পনাও করতে পারেননি দুজন।

সম্প্রতি ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’র কনসার্ট দেখতে গিয়েছিলেন মার্কিন প্রযুক্তি কোম্পানির সিইও অ্যান্ডি বাইরন তার এক নারী সহকর্মী ক্রিস্টিন ক্যাব।

কনসার্ট উপভোগ করার একপর্যায়ে তারা ঘনিষ্ঠ হন; আর সেই দৃশ্যই ভেসে ওঠে কনসার্টের একটি স্ক্রিনে। বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দূরে সরে যান তারা। তবে শেষ রক্ষা হয়নি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য।

ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের দুজনের সেই দৃশ্য এতোটাই ভাইরাল হয়েছে যে সামাজিক মাধ্যমে এখন সর্বোচ্চ আলোচনায় এই ‘পরকীয়া’ জুটি। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ঘুরে বেড়াচ্ছে দুজনের ছবি। অ্যান্ডি বাইরনের বাহুডোরে ক্রিস্টিন ক্যাব।

যে ছবি মিমস আকারে ছড়িয়ে পড়ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে। বিভিন্ন পেজ, গ্রুপেও হাস্যরসের উপাদান হয়ে উঠেছে দুজনের ছবি। কেউ কেউ বলছে, ‘এ যেন আধুনিক টাইটানিকের দৃশ্যায়ন।’

বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলোতেও ব্যাপক আলোচনায় এসেছে এই জুটির ছবি।

বিভিন্ন মিমস আকারে পোস্ট করতে দেখা গেছে অনেককে। কেউ কেউ ব্যঙ্গ করে বাইরনের সুন্দরী স্ত্রীর ছবি দিয়ে বলছে, ‘সুন্দরী স্ত্রীকে ফেলে কার পেছনে গেছে এই লোক! এ কেমন রুচি!’ কারো মতে, ‘অপকর্ম কখনো গোপন থাকে না।’

এদিকে দুজনকে ঘিরে সৃষ্ট বিতর্কের ফলস্বরুপ, সেই কোম্পানি অভিযুক্ত সিইও অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠায়। আর সে ঘটনার পরদিন স্বেচ্ছায় পদত্যাগ করেন বাইরন। অ্যান্ডি বাইরনের পদত্যাগের খবরটি এক লিংকডন পোস্টে জানিয়েছে সেই কোম্পানিটি। সেখানে বলা হয়েছে, সংস্থার শুরু থেকেই আমরা মূল্যবোধ ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে চলেছি। আমাদের কর্মীদের শুধু কাজ নয়, আচরণ ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও উদাহরণ তৈরি করতে হয়। তবে সম্প্রতি সেই মান বজায় রাখা হয়নি।

অ্যান্ডি বাইরনের সঙ্গে আসা সেই নারী ছিলেন একই কোম্পানির এইচআর ডিপার্টমেন্টের। বাইরন নিজেই তাকে নিয়োগ করেছিলেন কোম্পানিতে। তারা দুজনের রয়েছে আলাদা সংসার, আলাদা জীবনসঙ্গী। তবে বিতর্কের তীব্রতা এমন জায়গায় পৌঁছায় যে বাইরনের স্ত্রী মেগান কেরিগান নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘বাইরন’ পদবি বাদ দেন; পরে অ্যাকাউন্টই ডিএ্যাক্টিভেট করে দেন।

এনএনবাংলা/আরএম