চিত্রনায়িকা শবনম বুবলী এবার নাচলেন ‘ময়না’ শিরোনামের গানে। তবে, এটা কোনো সিনেমার গান নয়, ফিল্মি স্টাইলে নির্মিত হওয়া একটি ড্যান্স নাম্বার গানে। আর এতে বুবলীর সঙ্গে নাচতে দেখা যাবে নির্মাতা থেকে এই সময়ের জনপ্রিয়তা পাওয়া অভিনেতা শরাফ আহমেদ জীবনকেও। সম্প্রতি এফডিসিতে শুটিং হয়েছে ময়নার।
গানটি ‘গানচিল মিউজিক’-এর নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান। আর প্রথম গানেই চমক হয়ে এসেছেন বুবলী। ময়না শিরোনামের গানটি গেয়েছেন জাতীয় পুরস্কার পাওয়া সংগীতশিল্পী কোনাল। আসিফ ইকবালের কথায় এর সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। কোনালের সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার।
গানচিল এর আগে ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ এবং ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো মজার, নাচের ছন্দে ভরা গান উপহার দিয়ে আলোচনায় এসেছে। সেই ধারাবাহিকতায় এবার ‘ময়না’ গানকেও পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি, যা আগামী ২৪ জুলাইয়ের ‘গানচিল মিউজিক’ ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে।
গানটিতে মডেল হওয়া প্রসঙ্গে বুবলী বলেন, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এর আগে সিনেমার অনেক গানে নেচেছি। শুধু মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারে নতুন। গানটি এতোটাই পার্টি মুডের যে গানটা একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। পুরোপুরি নাচের গান। মনে হয়েছে, স্টেজে সব সময় যেটা পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত। সে হিসেবে করেই সিনেমার বাইরে হলেও গানটিতে পারফর্ম করা।

গানটিতে পারফর্ম করার অভিজ্ঞতা জানতে চাইলে শরাফ আহমেদ জীবন বললেন, বুবলী এই সময়ের জনপ্রিয় নায়িকাদের একজন। তার সঙ্গে এভাবে একটি নাচের গানে পারফর্ম করাটা সত্যিই আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। গানটি যেমন নাচের তেমনই মজারও। আমার বিশ্বাস প্রকাশের পর দর্শকরাও আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে একই কথা বলবেন।
গানটির ভিডিওর চিত্রনাট্য ও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানচিলে প্রকাশিত পূর্ববতী গানগুলোর ধারাবাহিকতা বজায় রেখে সেভাবেই ভিডিওটি বানানোর চেষ্টা করেছেন তিনি।
ময়না গানের নৃত্য পরিচালনা করেছেন নিলয়। গানচিলের কর্ণধার আসিফ ইকবাল বলেন, বাংলা গানের জগতে গানচিল মিউজিকের নিজস্ব একটা ধারা রয়েছে। আমরা সেই ধারাকেই আরও আধুনিক করে এই গানের মাধ্যমে প্রকাশ করছি। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
গত ৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি: এ কে আজাদ
কনসার্টে গিয়ে পরকীয়া ফাঁস, মার্কিন সিইও বরখাস্ত
সমাবেশ ঘিরে বাস-রেল-লঞ্চের মতো মেট্রোরেলেও মানুষের চাপ