হাতিরঝিলে চলাচলকারী চক্রাকার বাসে এখন থেকে ‘র্যাপিড পাস’ কার্ড চালু হয়েছে। এর ফলে কোনো বাসে চড়ার সময় কার্ড পাঞ্চ করেই ভাড়া পরিশোধ করা যাবে। র্যাপিড পাস চালুর ফলে যাত্রীরা এখন মেট্রোরেলের মতো হাতিরঝিলের বাসেও একই কার্ড ব্যবহার করতে পারবেন।
রোববার (২০ জুলাই) হাতিরঝিলের এফডিসি কাউন্টারের কাছে চক্রাকার বাস সেবার কাউন্টারের সামনে এ কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর কোনো দেশে টিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। বাসে কন্ডাক্টর ভাড়া আদায় করে না। বাংলাদেশে দেরিতে হলেও র্যাপিড পাসের মাধ্যমে ভাড়া দেওয়ার সুযোগ তৈরি হল।
তিনি আরও বলেন, ‘বাইরের দুনিয়ায় যেটা অনেকদিন আগে হয়েছে সেটাই আমরা চালু করতে চাই। আমাদের একটাই উদ্দেশ্য, তা হল সড়কে গতি বৃদ্ধি করা। যাতে মানুষের সময় কম লাগে।’
র্যাপিড পাস হল স্মার্ট কার্ডভিত্তিক একটি স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহ ব্যবস্থা। বাংলাদেশে ২০১৭ সালে পরীক্ষামূলকভাবে কিছু গণপরিবহনে র্যাপিড পাসের মাধ্যমে ভাড়া নেওয়ার ব্যবস্থা চালু হয়। তবে এখনো তা বড় পরিসরে কাজে লাগনো যায়নি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী মো. খোদা বখস চৌধুরী ও শেখ মইনউদ্দিন। আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।
আরও পড়ুন
১৯ দিনে প্রবাসী আয় এসেছে ১৮ হাজার ৪৯৬ কোটি টাকা
সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত ৩ মাসে শেষ করার নির্দেশ
আমার কিছু হলে মুনির দায়ী হবে: ইমরান