July 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 21st, 2025, 9:40 pm

এনসিপি’র পোস্টার ছেঁড়ার ঘটনায় সিসিকের তিন কর্মী বহিষ্কার

সিলেট অফিস :

সিলেটে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী শুক্রবার (২৫ জুলাই ) বিকেলে পদযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হবে।

পদযাত্রা সফল করতে সিলেটে ইতোমধ্যে প্রচারণা ও প্রস্তুতি শুরু করেছে জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে গড়ে উঠা এ রাজনৈতিক দলটি। নগরীর বিভিন্ন স্থানের দেয়ালজুড়ে টানিয়েছে পোষ্টার। পদযাত্রার সমর্থনে বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে তোড়নও। কিন্তু ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’র পদযাত্রা ও সমাবেশকে সামনে রেখে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় সাঁটানো একটি পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের দুজন শ্রমিক ও একজন সুপারভাইজারকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার শ্রমিক আখতার ও মোশাররফ এবং একই শাখার সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি। এ ঘটনা অধিকতর তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার (২০ জুলাই) রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এক শ্রমিক এনসিপিরর পোস্টার ছিঁড়ে ফেলেন। এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সেখানে নেটিজনরা তাদের মন্তব্য শেয়ার করে বিভিন্ন কথা বলেন। এই ঘটনায় খবর পেয়ে রাতেই শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকিকে বহিষ্কার করা হয়।

এ ঘটনা অধিকতর তদন্তে সোমবার (২১ জুলাই) তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।