July 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 21st, 2025, 9:44 pm

ভর্তি পরীক্ষায় লটারি প্রথা বাতিল সহ চার দফা দাবিতে রংপুর জিলা স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন

রংপুর ব্যুরো

ভর্তি পরীক্ষায় লটারি প্রথা বাতিল, রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ, অডিটোরিয়াম ব্যবসায়িক কাজে ব্যবহার বন্ধ এবং একটি কালচারাল ও স্পোর্টস ক্লাব গঠনের চার দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে রংপুর জিলা স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।গতকাল সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় রংপুর জিলা স্কুলের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করে। পরে একটি মিছিলসহ তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে চার দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর জিলা স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে ভর্তি হওয়ার জন্য আগে মেধার ভিত্তিতে পরীক্ষা নেওয়া হতো। কিন্তু বর্তমানে লটারি পদ্ধতির কারণে মেধার মূল্যায়ন ব্যাহত হচ্ছে। ফলে প্রতিষ্ঠানের ঐতিহ্য নষ্ট হচ্ছে। দ্রুত এই লটারি প্রথা বাতিল করে পূর্বের ভর্তি পরীক্ষার ব্যবস্থা পুনঃচালু করতে হবে।

দশম শ্রেণির শিক্ষার্থী ফাইয়াজ আহনাফ বলেন, “জেলা স্কুল হচ্ছে মেধাবীদের মিলনমেলা। লটারির মাধ্যমে ভর্তি হলে মেধার বিচার হয় না। এজন্য আমাদের দাবি, আগের মতো পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।”অপর শিক্ষার্থী এহসান সাদমান বলেন, “আমাদের স্কুল মাঠে বিভিন্ন সময় রাজনৈতিক সমাবেশ ও মেলা আয়োজিত হয়, এতে মাঠ নষ্ট হয়ে যায়। খেলাধুলার সমস্যা ছাড়াও পড়াশোনায় বিঘ্ন ঘটে। এর আগেও গর্তে পড়ে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। তাছাড়া আমাদের অডিটোরিয়াম প্রাইভেট কোচিং ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হচ্ছে, যা বন্ধ করতে হবে।”প্রাক্তন শিক্ষার্থী রাফিউজ্জামান বলেন, “আমরা আশাবাদী যে কর্তৃপক্ষ দ্রুত এই দাবিগুলোর বাস্তবায়নে উদ্যোগ নেবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।”

এ বিষয়ে রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, “ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে আসে, এ বিষয়ে আমাদের এখতিয়ার নেই। মাঠ ও অডিটোরিয়াম ব্যবহারের বিষয়গুলো জেলা প্রশাসকের অধীন। তিনি চাইলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।”##

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ