July 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 21st, 2025, 9:46 pm

রংপুরে ২৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রংপুর ব্যুরো:

রংপুরে ২৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ। এসময় একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়।গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।গ্রেফতার মাদক কারবারির নাম তুহিন আহম্মেদ (২০)। তুহিন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রামখানা দোলাপাড়ার মৃত হাসান আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুলাই রাত পৌনে ১২টার দিকে রংপুর জেলার কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক বক্সের সামনে অভিযান চালায় পুলিশ। এসময় রংপুরগামী মহাসড়কের ওপর তিস্তা ব্রিজের দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালককে থামানোর সংকেত দিয়ে আটকানো হয়। পরে তল্লাশি করে মোটরসাইকেলের চালকের কাছে থাকা ব্যাগে ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় অভিযুক্ত চালক তুহিন আহম্মেদকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে ১টি বাটন ফোন, ১টি অ্যান্ড্রয়েট ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত তুহিন আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে অভিযুক্তকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়।

রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সবসময় জিরো টলারেন্স নীতি। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।###

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ