July 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 21st, 2025, 9:47 pm

কালীগঞ্জে চালক খুন, অটোরিকশা ছিনতাই

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে আনোয়ার হোসেন (৫৫) নামে এক অটোরিকশা চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রোববার (২০) জুলাই বিকেলে উপজেলার পৌরসভার এলাকার মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা  হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেছে।

নিহত আনোয়ার কালীগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের চৈতারপাড়া গ্রামের মৃত তাজিম উদ্দিনের পূত্র। তার তিন পূত্র ও তিন কন্যা সন্তান রয়েছে।

নিহতের ছেলে জাহাঙ্গীর হোসেন প্রতিবেদককে জানায়, তার বাবা বেশীর ভাগ সময় রাতেই অটো চালাতেন এবং সকালে বাড়ী ফিরতেন। প্রতিদিনের ন্যায় শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় অটো নিয়ে বের হয়। পরের দিন রোববারে সকালে আর বাড়ী ফিরেনি। নিহতের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। রোববার বিকেলে মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন মাঠে ছেলেরা খেলা করার সময় মোবাইল ফোনের রিংটোনের শব্দ শুনতে পেয়ে গিয়ে দেখে জঙ্গলে মৃতদেহ পড়ে আছে। তিনি আরোও বলেন তার বাবাকে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কারন গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে স্থানীয়রা খবর দিলে রাস্তার পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে অটোরিকশাটি পাওয়া যায়নি।

এবিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে আনোয়ারকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের ঘটনায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কাজী মোহাম্মদ ওমর ফারুক

কালীগঞ্জ, গাজীপুর