আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) সারাদেশে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিয়মিত পরীক্ষা শেষে জানানো হবে এই পরীক্ষার তারিখ।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।
এদিকে, গতকাল সোমবার মাইলস্টোনের উত্তরা ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের এইসএচসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়।
শিক্ষার্থীদের দাবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনার প্রেক্ষিতে এদিন মাঝরাতে আসে পরীক্ষার স্থগিতের ঘোষণা।
এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৫ জন।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছি
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার, চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৪ জন