শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার বিকাল ৪টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ওই পোস্টে তিনি লিখেন, মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শিগগিরিই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ৬ দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতিমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।
এদিকে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এদিন দুপুর আড়াইটার দিকে সেখানে বিক্ষোভ শুরু করেন তারা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। দেরিতে অর্থাৎ গভীর রাতে এ সিদ্ধান্ত নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের পদত্যাগের দাবি জানান তারা। একই সঙ্গে শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
দুবাই থেকে আনা সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ
পূর্বাচল ৩০০ ফুটে দুমড়ে-মুচড়ে গেল ১৪ কোটির রোলস রয়েস
২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত