কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
সদ্য প্রকাশিত স্কুল ও মাদ্রাসার এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গাজীপুরের কালীগঞ্জে উক্ত ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে ফলাফল পরবর্তী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই জান্নাত, পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাহমুদুল হাসান, মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গভর্নিংবডির সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।
কর্মশালায় প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের ফলাফল পর্যালোচনা, জবাবদিহিতা ও শিক্ষার্থীদের ভাল ফলাফল করার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
শেষে ২০২৫ সালের পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানসমুকে পুরস্কার প্রদান করা হয়।
কাজী মোহাম্মদ ওমর ফারুক
কালীগঞ্জ,গাজীপুর
আরও পড়ুন
অতীতের মতো বস্তাপঁচা নির্বাচন জনগণ মেনে নেবে না জামায়াত : ডা: শফিক
সোনাইমুড়িতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধ কেটে পানি নিষ্কাশন
রংপুর চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক ও শপথ গ্রহণ