July 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 22nd, 2025, 7:18 pm

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপির আমন্ত্রণে চায়নার প্রতিনিধি দলের গঙ্গাচড়ায় তিস্তাচরাঞ্চল পরিদর্শন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আমন্ত্রণে বাংলাদেশ চায়নার অ্যাম্বাসীর প্রতিনিধি দল গঙ্গাচড়ায় তিস্তাচরাঞ্চল পরিদর্শন করেছে। মঙ্গলবার বাংলাদেশ চায়না অ্যাম্বাসীর পলিটিক্যাল সেকশনের ডাইরেক্টর জং জিং (Zhang jing) এর নেতৃত্বে প্রতিনিধি দল গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা ব্রিজ সংলগ্ন চর অঞ্চল পরিদর্শন করেন। এ সময় তিস্তা পাড়ের নদী ভাঙনে পর্যদুস্থ অসহায় মানুষের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তা ও নদী ভাঙনে তিস্তা পাড়ের জনমানুষের দুঃখ-দুর্দশা এবং তাদের কষ্টের কথা শোনেন। প্রতিনিধি দল, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তাদের পরিকল্পনাসহ উক্ত পরিকল্পনা ধাপে ধাপে (নদীর পানির স্থিতিশীলতা, নদীর ভাঙন রোধ এবং অবকাঠামো নির্মাণ কার্যক্রম) বাস্তবায়ন করা হবে বলে আসস্ত করেন৷ পরিদর্শনের সময় চায়না প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিচুর রহমান লাকু, মহানগর বিএনপি আহবায়ক সামসুজ্জামান সামুসহ জেলা এবং স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।

 

আব্দুল বারী স্বপন