উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় ৬ দফা দাবি জানিয়েছিল শিক্ষার্থী ও অভিভাবকরা। গত মঙ্গলবার (২২ জুলাই) তাদের সব দাবি মেনে নেওয়ার ঘোষণাও দেয় সরকার। এ ছাড়াও এইচএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দেরি করে দেওয়া ইস্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দাবির মুখে সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকেও প্রত্যাহার করা হয়।
এবার সেই স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের দুটি পরীক্ষা কবে নাগাদ হতে পারে সে বিষয়ে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
জানা গেছে, স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের দুটি পরীক্ষা একই দিনে নেওয়া হবে। ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে। তবে কোনদিন এই দুটি পরীক্ষা নেওয়া হবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি।
আজ বুধবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) সাংবাদিকদের বলেন, এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে, তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেওয়া হবে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
উত্তরায় নাটক-সিনেমার শুটিং বন্ধে নির্দেশ, শিল্পীদের ক্ষোভ
নতুন মামলার ভয়ে তাপস, করতে চাইছেন সমঝোতা
৪৯ আরোহী নিয়ে রাশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত