সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়িতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
বুধবার (২৩ জুলাই) দিনব্যাপী উপজেলার বজরা ও সোনাপুর ইউনিয়নের বগাদিয়া ও বারাহিপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ৫টি আধাপাকা ও টিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ১০ টি বাড়ীর রাস্তা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া ও সেনাবাহিনীর চাটখিল-সোনাইমুড়ী ক্যাম্পের একটি টিম।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার জনান উপজেলার জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধগুলো কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

বেলাল হোছাইন ভূঁইয়া
সোনাইমুড়ী, নোয়াখালী।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার