রাঙ্গামাটি জেলার অন্যতম পর্যটন স্থান সাজেকে পাহাড় ধসের ঘটনায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেখানে আটকে পড়েছেন চার শতাধিক পর্যটক। খবর বাসস- এর।
গত রাত থেকে ভারী বৃষ্টির ফলে বাঘাইহাট সাজেকের বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকার ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে রাস্তায় পড়লে আজ সকাল থেকে সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এতে সাজেকে আনুমানিক ৪ শতাধিক পর্যটক আটকে আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, গতকাল রাতে ভারি বৃষ্টিপাতের কারণে সাজেকের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়াসহ সড়কে গাছপালা উপড়ে পরেছে। বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারকে জানানো হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, বাঘাইঘাট-সাজেকের তিনটি স্পটে পাহাড়ের ধসের ঘটনা ঘটেছে। এতে করে সাজেকে প্রায় ৪২৫ জন পর্যটক আটকে আছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সড়কের মাটি সরানোর কাজ করছে। আশা করছি খুব সহসাই সড়কটি সচল করা সম্ভব হবে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্ত সংঘর্ষে নিহত বেড়ে ৩২, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৪
ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আহ্বান ২২১ ব্রিটিশ এমপির, স্টারমারের ওপর চাপ বাড়ছে