গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চরনোহালী মিনার বাজার এলাকায় বিএনপি নেতা কর্মীদের উপরে নানা ধরনের হামলা, মামলা, ভয়ভীতি প্রদান, নির্যাতন এবং নিয়ম বহির্ভূতভাবে কার্যক্রম করায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। গত বুধবার বিকালে মিনার বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নোহালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর আয়োজনে মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবি তুলে শ্লোগান দেওয়া হয়। এসময় বক্তব্য রাখেন স্থানীয় লাল মিয়া, মনিরুজ্জামান মনির, আশিকুর রহমান আসিক, আব্দুর রাজ্জাক, সেকেন্দার আলী, রাশেদা বেগম, তারা বেগম তারা জানান, ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নেতা কর্মী মোনায়েম হোসেন, মানিক মিয়া, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম কর্তৃক বিএনপি সাবেক নেতা এন্তাজ আলীসহ নেতাকর্মীদের উপরে নানা ধরনের হামলা, মামলা, ভয়ভীতি প্রদান, নির্যাতন এবং নিয়ম বহির্ভূতভাবে কার্যক্রম এখনো চলমান আমরা তাদের গ্রেফতারের দাবি জানাই। তারা আরো জানান, ইউপির ৭ নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম আওয়ামী সুবিধাগ্রহনকারী একজন ব্যাক্তি। সে এলাকায় শালিস মিমাংসার নামের টাকার বিনিময়ে একটি পক্ষ নিয়ে অপর পক্ষকে ঘায়েল করার জন্য নানা ধরনের চাপ দেয়। তার কথা না শুনলে আওয়ামীর লোকজন দিয়ে হামলাসহ মারপিট করে। গঙ্গাচড়া থানা থেকে চরনোহালী মিনার বাজার প্রায় ২০ কিলোমিটার দূরে। তিস্তা পার হয়ে এ চরে আসতে হয়। যার কারণে ফ্যাসিস্ট এর লোকজন এখানে এখনও নিরাপদে দাপটে তাদের অপকর্ম চালাচ্ছে। তাদের বিরুদ্ধে থানায় লিখিত দিলেও পুলিশ এখনও তাদের আইনের আওতায় আনে নাই। দ্রুত তাদের দ্রুত গ্রেফতারের দাবি করছি।
আব্দুল বারী স্বপন
আরও পড়ুন
রংপুরে নারী ও প্রান্তিক জনগোষ্ঠির স্বপ্ন, সংগ্রাম ও অর্জন’ শীর্ষক আলোচনা সভা
কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে গঙ্গাচড়ায় শপথ গ্রহন