এনএন অনলাইন :
সাম্প্রতিক মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার কামনায় দোয়া মাহফিল এবং গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার উত্তরার ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতি অফিসের সামনে উত্তরাস্থ বগুড়া সোসাইটির আয়োজনে এ দোয়া মহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া সোসাইটির সাবেক উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মমিন। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাহিদ রহমান।
নাহিদ রহমান বলেন, “আমরা বিমানের দুর্ঘটনায় নিহত শিশু-কিশোর ও শিক্ষকদের জন্য দোয়া করছি। মহান আল্লাহ যেন তাঁদের জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং তাঁদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করছি।”
তিনি আরও বলেন, “আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, যেন প্রশিক্ষণ বিমানগুলো আবাসিক এলাকার ওপর দিয়ে না উড়ে।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মোঃ সাজিউল ইসলাম সজল। তিনি সাংবাদিকদের বলেন, “উত্তরাস্থ বগুড়া সোসাইটি ও রাজনৈতিক সংগঠন হিসেবে আমরা সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য মোঃ এসএম আরিফুল ইসলাম, মোঃ মমিনুল ইসলাম, মোঃ মিলন কবির, মোঃ তুতা মিয়া সরকার, মোঃ সোহেল রানা, জাকারিয়া পান্না, বিন্দ সরকার, মামুনুর রশিদ, আল মামুন, সবুজ সরকার, রাজু আহমেদ, এম শহিদুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা মিলু (হেড অব পেমেন্ট, নগদ), শফিকুল ইসলাম শফিক, রফিকুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন
এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে হবে
শিক্ষাসচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার
২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত