July 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 26th, 2025, 11:22 am

নিষেধাজ্ঞায় পড়তে হলো মেসিকে

 

মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ কঠোর নিয়মের ফলে নিষেধাজ্ঞায় পড়তে হলো মেসিকে।

অল-স্টার গেমে অংশ না নেওয়ার কারণে ইন্টার মিয়ামির দুই তারকা মেসি ও জর্দি আলবাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে শনিবার এফসি সিনসিনাটির বিপক্ষে মাঠে নামতে পারবেন না তারা।

গত বুধবার টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত হয় এমএলএস অল-স্টার গেম। যেখানে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস দল।

ভক্ত ও গণমাধ্যমের ভোটে স্কোয়াডে জায়গা পাওয়া সত্ত্বেও মেসি ও আলবা কেউই ম্যাচে অংশ নেননি।

এমএলএসের নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় বৈধ চিকিৎসাগত অনুমতি ছাড়া অল-স্টার গেমে না খেলেন, তবে তিনি তার ক্লাবের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হবেন।

এই নিয়ম অনুযায়ীই শনিবার, ২৬ জুলাই চেজ স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে ম্যাচে মেসি ও আলবাকে খেলতে দিচ্ছে না লিগ কর্তৃপক্ষ।

এমএলএস এক বিবৃতিতে জানায়, এই সপ্তাহের অল-স্টার গেমে অনুপস্থিত থাকার কারণে ইন্টার মায়ামি সিএফ-এর জর্দি আলবা ও লিওনেল মেসি ক্লাবের আগামী ম্যাচে খেলতে পারবেন না। লিগের নিয়ম অনুযায়ী, পূর্বানুমোদন ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নেওয়া খেলোয়াড় পরবর্তী ম্যাচে অযোগ্য বিবেচিত হন।

এনএনবাংলা/আরএম