সিলেট অফিস:
জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক, অন্তর্বর্তী সরকারে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আগামীর নতুন বাংলাদেশে সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ। সিলেটবাসী আজ তা দেখিয়ে দিয়েছেন।
শুক্রবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এনসিপির জুলাই পদযাত্রা শেষে অনুষ্টিত সভায় এসব কথা বলেন তিনি।
এনসিপির আহ্বায়ক শুরুতে সিলেটবাসীর উদ্দেশ্যে বলেন, ‘প্রিয় সিলেটবাসী, আপনারা কি ভালো আছেন ?’ এরপর তিনি বলতে শুরু করেন, ‘যুগযুগ ধরে সিলেট বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধরে রেখেছে। জুলাই গণঅভ্যুত্থানে এবং বাংলাদশের স্বাধীনতার পক্ষে সিলেট বুক চিতিয়ে লড়াই করেছে। জনগনের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী। ৪৭ সালে সিলেটবাসী পূর্ববঙ্গের সাথে থাকার রায় দিয়েছিলেন। কিন্তু সিলেটবাসীকে সেই বৃটিশ থেকে শুরু করে পাকিস্তান এবং আওয়ামী লীগ আমলেও ঠকানো হয়েছিল। গ্যাস, বালু পাথরসহ সিলেটের খনিজ সম্পদ থেকে সিলেটবাসীকেই বঞ্চিত করা হয়েছে।’
তিনি জুলাই গণঅভ্যুত্থানে সিলেটবাসীর মূল্যবান অবদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এটিএম তুরাবসহ এই সিলেট জেলার ১৭ জন মানুষ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন। আমরা সেইসব শহিদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে এসেছি এই সিলেটে।’
তিনি বলেন, ‘লন্ডনে বাঙ্গালীদের অধিকাংশই হচ্ছেন সিলেটী। আপনারা যেমন লন্ডনকে জয় করেছেন তেমনি জয় করেছেন এই সিলেটকে। আমাদের প্রবাসী ভাইদের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। আমরা তাদের ভোটাধিকারের জন্য কথা বলছি। আমরা বিশ্বাস করি প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশী হবেন।’
তিনি বলেন, ‘তেল গ্যাস খনিজ সম্পদে সমৃদ্ধ সিলেট। সিলেটকে একটি আদর্শ শিল্পনগরী হিসাবে গড়ে তুলতে হবে। সিলেটের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। বিচার সংস্কার নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। সেই সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে। সিলেটের মানুষের মর্যাদার কথাও থাকবে। আগামীতে আমরা শহিদ মিনারে জড়ো হচ্ছি জুলাই সনদ আদায়ের লক্ষ্যে। ইনশাল্লাহ আমরা তা আদায় করে নিবো।’
তিনি বলেন, আমরা আগস্টের ১৬ তারিখে শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের জন্য জড়ো হবো। ইনশাল্লাহ নতুন সংবিধান ও জুলাই সনদ আমরা আদায় করে ছাড়বো।
নাহিদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে এই সিলেটের স্কুল কলেজ মাদ্রাসর শিক্ষার্থীরা যেভাবে সমর্থন দিয়েছিল, তা বাংলাদেশকে অনুপ্রাণীত করেছে। জুলাই গণঅভ্যুত্থানে সিলেটবাসীর সংগ্রামের কথা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি গঠিত হয়েছে। সেখানে আপনাদের এলাকার সন্তান অর্পিতা এহতেশাম জুনায়েদ ভাই আছেন। তারা এখানে এনসিপিকে শক্তিশালী করছে। সিলেটের আনাচে কানাচে আজ জনতার ভীড়। আপনারা দেখিয়ে দিয়েছেন আগামীতে সিলেট হবে এনসিপির দুর্গ।’
জাতীয় নাগরিক পার্টির সিলেট মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং এনসিপি উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলমের পরিচালনায় অনুষ্টিত সভায় আরও বক্তব্য রাখেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, অর্পিতা দাশ,
যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, এনসিপির যুগ্ম সম্পাদক মর্তুজা সেলিম সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
এনসিপির স্থানীয় নেতৃবৃন্দেবর মধ্যে ব্যরিস্টার নূরুল হুদা জুনায়েদ, নাজিম উদ্দিন সাহান, ডাঃ এহতেশাম,ডাঃ আব্দুল্লাহ,
সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য,দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে ‘জুলাই পদযাত্রা’ করেছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে এনসিপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শেষে সন্ধ্যা ৬টায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি নেতারা।
পদযাত্রায় অংশ নেন দলটির সিলেটের হাজারও নেতাকর্মী। পদযাত্রায় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’. ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’ এমন নানা শ্লোগানে মুখর হয়ে ওঠে সিলেটের রাজপথ।
এর আগে সুনামগঞ্জ থেকে সিলেট পৌঁছে জুলাই আন্দোলনে শহীদ রুদ্রের ক্যাম্পাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে ‘শহীদ রুদ্র তোরণ‘ এ শ্রদ্ধা জানান গত জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী প্রধান সমন্বয়ক ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এস এ শফি, সিলেট।
আরও পড়ুন
রংপুরে নারী ও প্রান্তিক জনগোষ্ঠির স্বপ্ন, সংগ্রাম ও অর্জন’ শীর্ষক আলোচনা সভা
কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে গঙ্গাচড়ায় শপথ গ্রহন