জয়পুরহাট প্রতিনিধিঃ
‘জুলাই পূর্ণজাগরণে জাগরণের সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান। শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাইনর নাহার ও জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক।
এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জিসান আহমেদসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত হয়ে পূর্ণজাগরণের তাৎপর্য তুলে ধরেন এবং শপথ পাঠে অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক একটি মঞ্চ নাটক মঞ্চস্থ করা হয়।
এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাট।
আরও পড়ুন
রংপুরে নারী ও প্রান্তিক জনগোষ্ঠির স্বপ্ন, সংগ্রাম ও অর্জন’ শীর্ষক আলোচনা সভা
কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে গঙ্গাচড়ায় শপথ গ্রহন