July 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 26th, 2025, 4:58 pm

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে গঙ্গাচড়ায় শপথ গ্রহন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে গঙ্গাচড়ায় শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে শপথ গ্রহন অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, এরপর জাতীয় সংগীত পাঠ করা হয়। পরে জুলাই শহীদদের উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন করাসহ সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ এর বক্তব্য ও শপথ পাঠ অনুষ্ঠান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, নানা পেশাজীবি ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা শপথ গ্রহন করেন। শপথ শেষে উপজেলা নির্বাহী অফিসার জুলাই বিপ্লবকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দেন। শেষে মহিলা ও শিশু বিষয়কের কিশোর কিশোরী ক্লাবের শিল্পীরা সংগীত পরিবেশন করে।

 

আব্দুল বারী স্বপন