কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
রাষ্ট্রীয় কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে ভার্চুয়ালী লাখো কণ্ঠে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় জুলাই পুনজাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানিমা আফ্রাদ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) নুরী তাসমিন উর্মি, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রশাসনের দপ্তর প্রধানগণ, জুলাই যুদ্ধে অংশগ্রহনকারী শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যকর্মীসহ প্রমুখ। শুরুতে জুলাই যুদ্ধে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষে শপথ পাঠ করানো হয়। এতে বলা হয় জুলায়ের গণঅভ্যুত্থানের শহীদেরা আমাদের অনুপ্রেরণা। তাদের স্বপ্ন বৃথা যেতে দেয়া যাবে না। সকলের অন্তরে ধারণের মাধ্যমে সমাজের সকলকে সমানভাবে এগিয়ে নিতে হবে।
পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে থ্রি জিরো পরিকল্পনা বাস্তবায়নে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাভোগীদের সমন্বয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
কাজী মোহাম্মদ ওমর ফারুক
কালীগঞ্জ, গাজীপুর
আরও পড়ুন
রংপুরে নারী ও প্রান্তিক জনগোষ্ঠির স্বপ্ন, সংগ্রাম ও অর্জন’ শীর্ষক আলোচনা সভা
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে গঙ্গাচড়ায় শপথ গ্রহন
জুলাই পূর্ণজাগরণে জাগরণী সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ জয়পুরহাটে