মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
রোববার (২৭ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে এয়ারক্রাফট, তুলা, সয়াবিন, গম আমদানির উদ্যোগও নেওয়া হয়েছে।
সচিব বলেন, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। যেমন ভারত দিয়েছে ১০০টি, ভিয়েতনাম দিয়েছে ১০০টি, ইন্দোনেশিয়া দিয়েছে ৫০টি।
তিনি জানান, বোয়িং কোম্পানি ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে এবং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে বলেও জানান তিনি।
বাণিজ্য সচিব বলেন, হয়তো আমরা দুয়েক বছরের মধ্যে কিছু পাবো। আমাদের বিমানের বহর বাড়াতে হবে। সেই পরিকল্পনা আগে থেকেই ছিল। নতুন করে ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশ দিচ্ছি। আগে ১৪টা ছিল, পরে সেটা ২৫টা করেছি।
শুল্ক বিষয়ে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে সোমবার (২৮ জুলাই) একটি প্রতিনিধি দল সে দেশ সফরে যাচ্ছেন।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত দলগুলো
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
এখন থেকে হাউজিং প্রকল্পে লাগবে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন