July 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 27th, 2025, 6:40 pm

বলিউড অভিনেতার সঙ্গে তানজিন তিশা

 

দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অনেক দিন ধরেই ছোটপর্দায় কাজ করে যাচ্ছেন। এবার ঢালিউডে নয়, টালিউডের সিনেমায় তানজিন তিশাকে দেখা যাবে। এতে তিনি বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমন যোশির সঙ্গে অভিনয় করবেন বলে জানা গেছে।

‘ভালোবাসার মরসুম’ নামের এ সিনেমাটি কলকাতার নির্মাতা এম এন রাজ নির্মাণ করবেন। এর আগে যিনি কলকাতার জিৎকে নিয়ে ‘রাবন’ সিনেমা নির্মাণ করেছিলেন। নির্মাতা নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

গত সপ্তাহে পরিচালক এম এন রাজ ও সিনেমাটির কাস্টিং ডিরেক্টর শরিফ ঢাকায় এসেছিলেন। দেশের বেশ কয়েকজন নায়িকার সঙ্গে মিটিং করার পর অবশেষে তানজিন তিশাকে চুক্তিবদ্ধ করেন। তিনি কলকাতায় ফিরে গিয়েছেন বলেও জানা গেছে।

‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমন যোশি ও তানজিন তিশা 

একটি সূত্রে জানা গেছে, সিনেমাটির গল্প রোমান্টিক ঘরানার। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন তানজিন তিশা, তার চরিত্রের নাম ‘হিয়া’। আর শারমন যোশিকে দেখা যাবে অধ্যাপক চরিত্রে। বাংলাদেশ থেকে অভিনেতা খাইরুল বাশারকেও চুক্তিবদ্ধ করা হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন।

নির্মাতা গণমাধ্যমকে জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ের পাহাড়ে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। এক টানা ২৩ দিন চলবে এর দৃশ্য ধারণের কাজ। এরপর অক্টোবর মাসে শুটিং হবে মুর্শিদাবাদে। আগামী বছর ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। সিনেমাটির যৌথ প্রযোজনায় আছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।

এনএনবাংলা/আরএম