বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ২৬ জুলাই) সকাল ১০টায় চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ে হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহিন। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন বিএনপির প্রাণ হচ্ছে তৃণমূল। বিএনপির ভীত মজবুত করতে হলে তৃনমুলকে ঢেলে সাজাতে হবে এবং তৃণমূলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। তিনি আরো বলেন কমিটিতে তাদের স্থান দিতে হবে যারা বিএনপির পরিক্ষিত সৈনিক। এমন কোন নেতাকে নির্বাচিত করা যাবে না,যে নেতা কর্মীদের খোঁজ রাখে না। মনে রাখবেন বিএনপি একটি শক্তিশালী সংগঠন তার জন্য আদর্শ নেতার প্রয়োজন। আশা করি গণতান্ত্রিক পদ্ধতিতে এই সম্মেলনে নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। সম্মেলনে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন স্বপনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্রসাহা ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ শাহিন হোসনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম হাওলাদার, নজরুর ইসলাম বাদশা,আরিফুর রহমান শিমুল শিকদার,মোস্তাফিজুর রহমান ফারুক,অহিদুল ইসলাম খান,বরিশাল মহিলা দলের সভাপতি রেশমা রহমান, বরিশাল সদর উপজেলার বিএনপির আহ্বায়ক নুরুল আমিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ বিশ^াস,উপজেলা বিএনপির সদস্য রাজন সিকদার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মালেক শিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন হাওলাদার, শ্রমিক দলের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিন্টু, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসির আরাফাতসহ বাবুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনের ২য় অধিবেশনে ৪ নং চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় সমঝোতা হয়। ফলে ভোটে না গিয়ে সভাপতি পদে আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক পদে শাহিন হোসেন’র নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে উপজেলা কমিটির সাথে পরামর্শ নিয়ে ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।
বার্তাপ্রেরক॥ মোঃ আল-আমিন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
আরও পড়ুন
সংবিধানে মুক্তিযুদ্ধের আকাংখার প্রতিফলন হয়নি টাঙ্গাইলে: জোনায়েদ সাকি
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
রংপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ কারবারি গ্রেফতার