গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংবিধান মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের আকাংখা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, গনতন্ত্র প্রতিষ্ঠা করার আকাংখা এই সংবিধানে প্রতিফলিত হয়নি।
রোববার বিকেলে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গনে জুলাই শহীদদের স্মরনে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকী বলেন, সংবিধানে সমস্ত ক্ষমতা একজন ব্যাক্তির হাতে কেন্দ্রিভুত করা হয়েছে। যিনিই প্রধানমন্ত্রী হন তার হাতেই ক্ষমতা। ৭২ সাল থেকে এটাই আমাদের অভিজ্ঞতা হয়েছে।
তিনি বলেন, দেশের মানুষ ১১ সাল থেকে কতৃত্ববাদ ও স্বৈরাচারী কায়েমের বিরুদ্ধে লড়াই করেছে। এই ব্যবস্থার বিরুদ্ধে আগেও বলেছি। শাসককে বিদায় করতে হবে। এই বিদায় আমরা আগেও করেছি। এবার শাসকের সাথে সাথে শাসন ব্যবস্থার বদল করা,ফ্যাসিষ্টের সাথে সাথে ফ্যাসিবাদি ব্যবস্থাকে বিদায় করা হবে এটাই আমাদের সংগ্রাম। দেশের সংবিধানে গনতন্ত্রীকরন অর্থাৎ গনতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা না করলে স্বৈরাচার, ফ্যাসিবাদ ও কতৃত্ববাদ থেকে আমরা মুক্তি পাবোনা।
গনসংহতি আন্দোলন টাঙ্গাইল সদরের আহবায়ক মোফাখ্খারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা সংগঠক ফাতেমা রহমান বিথী ও আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ মারুফের মা মোরশেদা বেগম প্রমুখ।
মোস্তফা কামাল নান্নু
টাঙ্গাইল।
আরও পড়ুন
ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে ভোটার সমাবেশ ও গণসংযোগ
বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইনকৃত ২০ রোহিঙ্গাসহ আটক-২১
মুছাপুর উচ্চ বিদ্যালয়ের সামনের গেইটে হাঁস মুরগি হাট: শিক্ষক,শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে