টাঙ্গাইল প্রতিনিধি:
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানের নির্দেশে রোববার সকালে মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তানবীর আহমেদ (১৪) এবং সখীপুর উপজেলায় উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের হুমায়রের বাড়িতে সমবেদনা জানানো হয়। পরে নিহতদের কবর জিয়ারত করা হয়।
এসময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু তানবীর এবং হুমাইয়ার বাবা-মাকে শান্ততা দেন। এসময় নিহতের বাবা- মা কান্নায় ভেঙে পড়েন।
এসময় কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় আব্দুস সালাম পিন্টু বলেন, ঘণবসতিপূর্ণ এলাকায় বিমান চালানো ঠিক হয়। মধুপুরসহ আরো অন্যন্য এলাকায় চালাতে পারবো। বিমানগুলো ঠিকভাবে পরিচালনা করা হয়েছিলো কি না, এ বিষয়ে তদন্ত করা উচিত।
উল্লেখ, গত ২১ তারিখ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন টাঙ্গাইলের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল

আরও পড়ুন
ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
টাঙ্গাইলে রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা অর্জন, ভালো দামের প্রত্যাশা কৃষকের
শ্রীমঙ্গলে ফর্কলিফটের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু