July 30, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 28th, 2025, 6:05 pm

বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৭০০ কেজি কাঁকড়া সহ ট্রলার জব্দ

সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রায় বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৭০০ কেজি কাঁকড়া সহ একটি ইন্জিন চালিত ট্রলার জব্দ করা হয়েছে।

গতকাল শনিবার বিকালে  কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের চরামুখা খাল এলাকার  কপোতাক্ষ নদীতে অভিযান চালিয়ে এসব কাঁকড়া ও ট্রলার  জব্দ করা  হয়।

তবে যৌথ অভিযানের খবর জানতে পেরে আনুমানিক  ৭০০ কেজি কাঁকড়া এবং একটি ইন্জিন চালিত ট্রলার  ফেলে  চোরাকারবারিরা নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।

কোবাদক ফরেষ্ট স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন যানায়,জুন-আগষ্ট এই ৩মাস সুন্দরবনে মাছ কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকে। এসময় চোরাকারবারিরা অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশ করে এসব কাঁকড়া আহরণ করে নিয়ে আসছিল।এমন গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। তবে কাওকে আটক করা সম্ভাব হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও যানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ-কাঁকড়া আহরণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে ।

 

মাসুম বিল্লাহ ইমরান

খুলনা ব্যুরো