July 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 28th, 2025, 9:01 pm

রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৫-এর উদ্বোধন

রংপুর ব্যুরো ঃ

রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার  বিকালে রংপুর জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জেলাপ্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্ট আয়োজন করে।  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ক্রীড়া মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা গড়ে তোলার অন্যতম মাধ্যম। খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি প্রতিযোগিতায় হার জিত থাকবেই তা মেনে নেওয়ার মানসিকতা নিয়েই খেলতে হবে। নিয়ম-কানুন অনুসরণ করে একটি সুন্দর টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য তিনি খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজির অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ মমতাজুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, রংপুরের পুলিশ সুপার মোঃ আবু সাইম প্রমুখ। টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুই গ্রুপে রংপুর জেলার আটটি উপজেলা অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সদর উপজেলা ও কাউনিয়া উপজেলা।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ