কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, প্রশাসনের দপ্তর প্রধানগণ, উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার হুমায়ুন কবীর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যকর্মীসহ প্রমুখ।
এসময় মাদকের ভয়াবহতা ও প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, যানজট নিরসন, গরু চুরি বন্ধে ব্যবস্থা গ্রহন, চাদাবাজী বন্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।
কাজী মোহাম্মদ ওমর ফারুক
কালীগঞ্জ,গাজীপুর
আরও পড়ুন
রংপুরে রক্তাক্ত জুলাই ও তারণ্যের উৎসবে বিনার ফলজ গাছের চারা বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি’র অনুমোদনের দাবিতে মহাসড়কে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ
কোম্পানীগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধ ও বিক্ষোভ