July 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 29th, 2025, 8:08 pm

জৈন্তাপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সিলেট অফিস :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি -২০২৫ এর উদ্বোধন করেছেন সিলেটের  জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

মঙ্গলবার (২৯শে জুলাই) বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলার অন্যতম পর্যটন স্পট ডিবিরহাওড় লালশাপলা বিল এলাকা সংলগ্ন ডিবিরহাওড় মৌজার খাস জমিতে সুপারী গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

কর্মসূচির আওতায় উক্ত মৌজায় ১৩ দশমিক ৬৯ একর খাস জমিতে মোট দশ হাজার সুপারি গাছের চারা রোপন করা হবে।

বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন, জেলা স্হানীয় সরকারের উপ-পরিচালক, সুবর্ণা সরকার,  বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সারী বিট রেঞ্জের কর্মকর্তা ও স্হানীয় গনমাধ্যম কর্মীরা।

সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, প্রতি উপজেলায় ১০ হাজার করে মোট ১ লক্ষ ৩০ হাজার গাছের চারা ইতিমধ্যে রোপনের কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যাক্রমে পুরো জেলায় ২ লক্ষাধিক গাছ রোপণ করা হবে। তিনি আরো বলেন ডিবিরহাওড় শাপলা বিল নিয়ে জেলা প্রশাসনের সূদুর প্রসারি চিন্তাভাবনা রয়েছে। বিশেষ করে শাপলাবিলের রাস্তা প্রশস্তকরণ, পর্যটকদের জন্য রেষ্টরুম সহ বিভিন্ন ফেসিলিটি বাড়ানের উদ্যোগ গ্রহন করা হবে। উপস্থিত স্থানীয় ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।