রংপুর ব্যুরো:
রক্তাক্ত জুলাই ও তারণ্যের উৎসব/২০২৫ সবুজ এ থাকি সবুজেই বাঁচি তারূণ্যেই স্বপ্ন বুনি বিনা উপকেন্দ্র রংপুর-এর তত্ত্বাবধানে এবং বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে ফলজ গাছের চারা বিতরণ করা হয় । গতকাল বুধবার দুপুরে তাজহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিনা উপকেন্দ্র, রংপুর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলী এর উপস্থিতিতে তাজহাট উচ্চ বিদ্যালয় ও তাজহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করেন। তরুণদের মাঝে বিনালেবু-১, বিনা ছফেদা-১ ও লিচুর চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন তাজহাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন ও তাজহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মোতাব্বের রহমান । এসময় আরো উপস্থিত ছিলেন বিনা উপকেন্দ্র রংপুর এর সকল স্থরের বিজ্ঞানী , কর্মকর্তা, কর্মচারী ওই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা ছাত্র ছাত্রীবৃন্দ । রক্তাক্ত জুলাই ও তারণ্যের উৎসব সবুজ এ থাকি সবুজেই বাঁচি তারূণ্যেই স্বপ্ন বুনি এ অনুষ্ঠানে ৮০০ টি ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
আব্দুর রহমান মিন্টু
রংপুর ব্যুরো চীফ
আরও পড়ুন
মাতুয়াইল শিশু ও মাতৃ-স্বাস্থ্য ইনস্টিটিউট পানির নিচে তলিয়ে গেছে
গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এনসিপির খাদ্য সামগ্রী বিতরণ
রংপুর হাইওয়ে পুলিশের কৃতি সন্তনদের সংবর্ধনা