কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার কার্ড ও আধার কার্ড।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পার্কস্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে তাকে। পার্কস্ট্রিট থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১২৪।
পুলিশ জানিয়েছে, শান্তা পালের নামে ইস্যু করা কয়েকটি বাংলাদেশি পাসপোর্ট, রিজেন্ট এয়ারওয়েজের (বাংলাদেশ) আইডি কার্ড, ঢাকার মাধ্যমিক শিক্ষার প্রবেশপত্র, ভারতীয় আধার কার্ড, ভারতীয় ভোটার/এপিক কার্ড, রেশন কার্ড, বিভিন্ন ঠিকানার রেশন কার্ড পাওয়া যায় এবং সেগুলো জব্দ করা হয়।
জানা গেছে, কলকাতায় অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই ধরা পড়েছেন শান্তা পাল।

পুলিশ সূত্রে খবর, ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন-ভিন্ন ঠিকানা দিয়ে থাকতেন তিনি।
সম্প্রতি তিনি ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন, যেখানে আবারও ভিন্ন একটি ঠিকানা ব্যবহার করা হয়। শান্তা বাংলাদেশের দুটি স্বনামধন্য প্রতিষ্ঠানের মডেল ছিলেন এবং একাধিক বিউটি কনটেস্টে অংশ নিয়েছিলেন বলেও জানা গেছে।
‘ব্যাচেলর ইন ট্রিপ’ ছবিতে বড়পর্দায় অভিষেক হয়েছিল তার, এমন দাবি করতেন শান্তা। এ ছাড়াও তামিল ছবি ‘ইয়েরালাভা’ ছবিতে কাজ করেছিলেন তিনি। যে ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্বনাথ রাও। তা ছাড়া বাংলাদেশের নানা প্রজেক্টে কাজ করেছিলেন তিনি।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন শান্তা পাল।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রতিশোধ
দুই সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু প্রভার
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর-আগুন