সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদেরকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পিবিজিএসআই প্রকল্পের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতার।
জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম পাটোয়ারী, সোনাইমুড়ী হামিদিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোঃ মোহতাছিম বিল্লাহ, মাদ্রাসার সহ সভাপতি ও চাষিরহাট ইউপি চেয়ারম্যান হানিফ মোল্লা।
নদনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের জাফর উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল্লাল হোসেন পাটওয়ারী, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষা-২০২২-২৩ ইং সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদেরকে সনদ ও ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।
বেলাল হোছাইন ভূঁইয়া
সোনাইমুড়ী, নোয়াখালী।
আরও পড়ুন
ইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি: এডভোকেট আহমেদ আযম খান
জিআই পণ্য টাঙ্গাইল মধুপুরের আনারসের বাম্পার ফলন: ২০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা
লোভাছড়া চা বাগানে শতবর্ষের ঝুলন্ত সেতু