জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’। শুক্রবার (১ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলে বৃষ্টির মধ্যেও, যেখানে গণঅভ্যুত্থানে আহতরা ছাড়াও শহীদ পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের ব্যানারে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান শুরু করেন। রাতভর অবস্থান শেষে আজ সকাল থেকে তারা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে সড়ক আটকে দেন বিক্ষোভরতরা। আন্দোলনকারীরা বৃষ্টির মধ্যেও স্লোগানে স্লোগানে মুখর করে তুলেন রাজপথ।
আন্দোলনকারীদের দাবি— জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং সেটিকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।
‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধার’ ব্যানারে প্রায় শতাধিক মানুষ অবস্থান নিলে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর জানিয়েছেন।
ফলে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়। তবে বিকল্প সড়ক খোলা থাকায় কিছু গণপরিবহন ধীরে চললেও যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায়ে সরকারের উদাসীনতা ও নিরবতা তাদের রাজপথে নামতে বাধ্য করেছে। আহত ও শহীদ পরিবারের সদস্যরা বারবার দাবি জানালেও কোনো অগ্রগতি না হওয়ায় তারা এই কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানিয়েছেন তারা।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ
জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর
কলকাতা বিমানবন্দর টার্মিনালের কাচ ভাঙায় বাংলাদেশি গ্রেপ্তার