August 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 1st, 2025, 9:12 pm

পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করবে

 

চলতি বছরের শুরুর দিকে বেইজিংয়ে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস- এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত ঐকমত্য বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ও চীনের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে।

এ লক্ষ্যে ২৭ জুলাই থেকে ১ আগস্ট ২০২৫ পর্যন্ত চীনের উচ্চপর্যায়ের এক কারিগরি প্রতিনিধি দল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সফর করেছে। এটি দুই দেশের দীর্ঘমেয়াদি পানিসম্পদ সহযোগিতার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চাংজিয়াং ওয়াটার রিসোর্সেস কমিশনের (CWRC) প্রধান পরিকল্পনাবিদ মি. শু ঝাওমিং।

প্রতিনিধিদলে আরও ছিলেন CWRC, CISPDR কর্পোরেশন এবং চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা ও বিনিময় কেন্দ্র- এর সিনিয়র প্রকৌশলী ও বিশেষজ্ঞবৃন্দ।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (BWDB) মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ। এ ছাড়া পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (WARPO), নদী গবেষণা ইনস্টিটিউট (RRI) এবং অন্যান্য কারিগরি সংস্থার শীর্ষ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

সফরের পাঁচ দিনে চীনা প্রতিনিধি দল বাংলাদেশের জলাবদ্ধতা, নদীদূষণ, লবণাক্ততা ও ভাঙনের মতো প্রধান পানি সম্পদ সমস্যাবলির ওপর সরেজমিন পর্যবেক্ষণ করেন। তারা ঢাকার বুড়িগঙ্গা নদী, যশোরের ভবদহ এলাকা, এবং খুলনার দাকোপ অঞ্চলের পোল্ডার ৩১ এলাকা পরিদর্শন করেন।

গতকাল ৩১ জুলাই পানি ভবন, ঢাকাতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক কারিগরি বৈঠকে উভয় পক্ষ টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক পানি সম্পদ উন্নয়নে যৌথ পরিকল্পনা ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন।

আলোচনায় বুড়িগঙ্গা নদীর পুনরুদ্ধার নিয়েও উভয় দেশের প্রতিনিধিরা মতবিনিময় করেন। এই সফর দুই দেশের মধ্যকার প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের ভিত্তি আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের জন্য এক নতুন দ্বার উন্মোচন করবে বলে বিশ্বাস করেন দুদেশের পানি সম্পদ ব্যবস্থাপনার সাথে সর্ম্পকিত সদস্যবৃন্দরা।

এনএনবাংলা/আরএম