August 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 1st, 2025, 10:32 pm

পীরগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

পীরগঞ্জ (রংপুর)

রংপুরের পীরগঞ্জে এক প্রবাসীর স্ত্রী আসমা বেগম (৪২) এর গলা কাটা লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ । শুক্রবার(০১ আগষ্ঠ) ভোরে উপজেলার ভেন্ডাবাডী ইউনিয়নের ভবানীপুর (বাদীপাড়া) গ্রামের প্রবাসীর স্ত্রীর নিজ বাসা থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, উক্ত গ্রামের মালয়েশিয়া প্রবাসীর

সাজু মিয়ার স্ত্রী আসমা বেগম প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত্রে নিজ বাসায় একাই রাত্রী যাপন করতেন। প্রবাসী স্বামী সাজু বৃহস্পতিবার রাতে

তার স্ত্রীকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ হয়নি এবং স্ত্রীর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হন । পরে গভীর রাতে প্রবাসী সাজু মিয়া পাশের বাড়ীর জনৈক ব্যাক্তিকে ফোন দিয়ে তার স্ত্রীকে ডেকে দিতে বলেন । উক্ত ব্যাক্তি সাজুর বাড়ীর গেটের সামনে গিয়ে অনেক ডাকাডাকি করার পরেও স্ত্রীর কোন সাড়াঁ পাননি । তাই তিনি অনেকের সহযোগীতায় গেটের তালা ভেঙে বাড়ীর অভ্যন্তরে প্রবেশ করে ঘরের মেঝেতে পড়ে থাকা স্ত্রী আসমার রক্তাক্ত লাশ

প্রত্যক্ষ করেন । পরে আশপাশের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে শুক্রবার (১ আগষ্ট) সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে

নিহতের পরিবার পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

হত্যাকান্ডের ব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি উদ্দেশ্যে এবং কারা এ হত্যাকান্ডের সঙ্গে

জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

 

সৈয়দ রায়হান বিপ্লব

পীরগঞ্জ, রংপুর