ভারতের কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরের টার্মিনালের কাচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করেছে এক বাংলাদেশি যুবক।
এই ঘটনায় সিআইএসএফ তাকে গ্রেফতার করেছে। পরে ওই বাংলাদেশি যুবককে এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে ইন্ডিগোর একটি ফ্লাইটে কলকাতায় আসে পঁচিশ বছর বয়সী বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা। কলকাতা থেকে তার ঢাকায় যাওয়ার কথা ছিল।
কলকাতায় পৌঁছে তিনি বিমানবন্দরটির আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি টার্মিনালের কাঁচের দেওয়াল ভেঙে বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
ওই সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সদস্যরা আশরাফুলকে আটক করেন। তখন তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন। এতে তার মানসিক স্বাস্থ্য নিয়ে নিরাপত্তারক্ষীদের সন্দেহ তৈরি হয়।
নিশ্চিত হওয়া গেছে, আশরাফুল সিঙ্গাপুরে থাকতেন এবং সেখানে কাজ করতেন। তার বিরুদ্ধে পরবর্তী তদন্ত করা হচ্ছে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
মার্কিন তুলা ব্যবহার করলে তৈরি পোশাকে শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ
ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ
জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর