রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর সড়কে বিশাল আকৃতির একটি গাছ উপড়ে সড়কে থাকা কয়েকটি গাড়ির ওপর পড়েছে। এতে একটি প্রাইভেট কার, দুটি সিএনজিচালিত অটোরিকশা, একটি ব্যাটারিচালিত রিকশা ও একটি মোটরসাইকেল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাছের চাপায় অটোরিকশার একজন চালক গুরুতর আহত হয়েছেন। ওই চালককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই অটোরিকশার এক নারী যাত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঝোড়ো বাতাসে রাস্তার পাশের একটি গাছ ভেঙে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়েছে। গাছের ভারে বাহন দুটি দুমড়ে-মুচড়ে যায়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন একসঙ্গে সড়ক থেকে গাছ অপসারণ কাজ সম্পন্ন করেছে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ৪
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র